ঘুমের স্বপ্নও ক্রিয়েটিভিটি



প্রতিদিনের মত আজও লেট করে ফেলেছি। আজ ম্যাডামকে প্রমিস করছিলাম যে, আজ সবার আগে যাবো। কিন্তু আজ তো সবার লাস্টে যাওয়া লাগবে। আজ সিওর ম্যাডাম আমাকে বড় ধরনের কোন শাস্তি দিবেন। কিন্তু এখন কি করি?
প্রাইভেটে গেলে ম্যাডাম, আর না গেলে আম্মু। আমি তো মাইনকা চিপায় পরছি 😭😭😭😭
.
তাও বাধ্য হয়ে যেতেই হল। আমি ক্লাসে এসে দেখি ২০ মিনিট লেট। ম্যাডাম পড়ানো শুরু করে দিয়েছেন। আমি বললাম,
- আসতে পারি ম্যাডাম?
- ওহ অনিক, নাকি!!! বাহ আজ তো তুমি সবার আগেই চলে আসছো।  সবাই অনিকের জন্য সবাই হাতে তালি দাও।

ক্লাসের সবাই হি হি করে হেসে উঠলো। আর আমি তো লজ্জায় শেষ।
সব শেষে ম্যাডামও মজা নিলো। 😭😭😭😭
.
এবার সবাইকে থামিয়ে ম্যাডাম প্রশ্ন করলো,
- এত দেড়ি হলো কিভাবে? 

ম্যাডামের চাহারা দেখেই বুঝতে পারছিলাম, আজ বড় কোন শাস্তি নিশ্চিত অপেক্ষা করছে আমার জন্য। তাই  কোন একটা বাহানা বানাতে পারলে হয়তো শাস্তি একটু কমতে পারে। তবে পুরোপুরি মাফ করবে না। কারন ম্যাডাম খুব জল্লাদ। 😒😒😒
.
কিন্তু মাথায়ও কিছুই আসছে না। কি যে করি...... 😖😖😖
হঠাৎ মাথায় একটা কথা আসলো, কিন্তু কিছু না ভেবেই বলে ফেললাম।
- আসলো ম্যাডাম ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছি।
- ঘুম থেকে উঠতে লেট হল কেন?

এইবার পরলাম আরো ঝামেলায়, এখন কি উত্তর দেই। কিছু তো উত্তর দেওয়াই লাগবে, নাইলে ম্যাডাম কাচা  খেয়ে ফেলবে আমাকে। 😖😖😖
.
- ম্যাডাম,  আসলে স্বপ্ন দেখার জন্য আমার লেট হয়ে গেছে।
- স্বপ্ন!!!  তো, কি এমন স্বপ্ন দেখলে যে লেটই হয়ে গেল?  (বেশ রাগি কন্ঠে)
- আসলে ম্যাডাম, বেপারটা হল, আমি আজ স্বপ্ন দেখছিলাম যে আমি ঘুমাচ্ছি। আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। যে আবারো ঘুমাচ্ছি। এবং তখনো একটা স্বপ্ন দেখছিলাম। আর সেই স্বপ্নের জন্যই লেট হইছে।
- ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো যে, তুমি ঘুমাচ্ছো। আর সেই ঘুমের মধ্যে তুমি আবারো ঘুমানোর স্বপ্ন দেখছো, আর সেই ঘুমের মধ্যে আরো একটা স্বপ্ন দেখেছো। আর সেই স্বপনের জন্যই আজ লেট?
- জ্বী ম্যাডাম? 😁😁😁
- তো, কি ছিল সেই স্বপ্ন?  😒😒😒 (বোঝাই যাচ্ছে, মাডাম এবার খুব রেগে গিয়েছেন। আর একটা উলটা পালটা উত্তর দিলেই হয়তো মাইর খাইতে হতে পারে।)
- আসলে ম্যাডাম, স্বপ্নের কথা বলার আগে আরেকটা কথা বলে নেই,
আসলে ম্যাডাম আমার ঘুম থেকে ওঠার পর কমপক্ষে ২০ মিনিট বিছানাতে শুয়ে থাকতে হয়। নাহলে বিছানা থেকে উঠতে পারি না।
- স্বপ্নটা কি ছিল? (গরম গলায়) 😒😒😒
- আসলে ম্যাডাম, আমি স্বপ্ন দেখছিলাম যে আমি সেখানেও ঘুমাচ্ছি। আর যেহেতু প্রতিবার ঘুম থেকে ওঠার পর আমাকে ২০ মিনিট বিছানায় শুয়ে থাকতে হয় তাই এই এত্তগুলা স্বপ্নর  মধ্যে ঘুম থেকে উঠতে প্রতিবার ২০ মিনিট করে শুয়ে থাকতে থাকতে লেট হয়ে গিয়েছে। আবার যেহেতু, আমার লেট মাত্র ২০ মিনিট, তাই যদি লাস্টের স্বপ্নে না ঘুমাতাম তাহলে আজ আমার লেট হত না। কারন সেখানে আমার ২০ মিনিট টাইম বেঁচে যেত।

এই সম্পূর্ণটা একদমে বললাম। ম্যাডাম সবটা শুনে প্রায় ২০ সেকেন্ড হা করে আমার দিকেই তাকিয়ে ছিল। মানে আমার পুরা কথাটা ম্যাডামের বুঝতে এই সময়টা লেগে গিয়েছিল। এখন হেসে দিয়েছে। অবশ্য পুরো ক্লাসের সবাই ই তখন হাসছিল। এরপর ম্যাডাম বললেন,
- জানি পুরাটাই মিথ্যে। কিন্তু তোমার ক্রিয়েটিভিটির জন্য আজকে তোমাকে মাফ করে দিলাম।

এর মাঝেই মিস অবজেকশন, তার অবজেকশন নিয়ে হাজির। 😒😒
- ম্যাডাম, ও এত্ত বড় একটা মিথ্যা বলল আর আপনি ওকে কিছুই বলবেন না। এটা কিভাবে ক্রিয়েটিভিটি হলো? (শ্রাবণী)
- ভেবে দেখো, কত সুন্দর একটা লজিক দাড় করিয়ে নিজের দোষটা স্বপ্নের উপর দিয়ে দিলো  এটার জন্যেও ক্রিয়েটিভিটি দরকার। বড় হলে কিছুই না করতে পারলেও উকিল তো হতে পারবে। তাই মাফ করে দিলাম। আর তোমাদেরকেও একটা কথা বলি, মিথ্যা যদি বলাই লাগে তাহলে ক্রিয়েটিভিটির সাথে লজিক দিয়ে মিথ্যা বলবা।

বড় মাপের লজ্জা পাইলাম আমি। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখি আমি। আর ম্যাডাম আমাকে উকিল বানিয়ে দিলো। 😖😖😖
.
এখন ক্লাসে ডুকবো এমন সময় আবার ম্যাডাম বলল,
- দাড়াও, তোমার জন্য ক্লাসের ৭ মিনিট সময় নষ্ট হয়েছে এ জন্য তো শাস্তি পেতেই হবে।

এই বলেই আমার কান মলে দিলো ম্যাডাম। 😖😖😖
ক্লাস ভরা স্টুডেন্ট। এর মাঝে প্রায় অর্ধেক মেয়ে। যেমন লজ্জা পাইছি তেমন ব্যাথাও পাইছি। 😭😭😭
.
সবাই আমার কান মলা দেখে মজা নিচ্ছিলো আর হাসছিল। 😖😖😖
.
এরপর ক্লাসে যেয়ে সিটে বসে পরলাম। বসে ভাবতে লাগলাম,
"এটাও যদি ক্রিয়েটিভিটি হয় তাহলে তো আমার মাথা একটা ক্রিয়েটিভিটির সাগর 😍😍😍😍😍"

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

Comments

Popular posts from this blog

একটি ছ্যাকা খাওয়ার গল্প

চিঠি=বাঁশ (২য় পর্ব)

ব্রেকআপ অনু (পর্ব-১)