নীল চোখ (৪র্থ পর্ব) [শেষ পর্ব]
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi4Y48j3W3J6YgaSbIe7dNRmsB2opwJhKMx4kfV42CWwrrGahcyK_wLGMvdRD1wJX80_lcYuSsq1C09khC8u2X2H4mf0nSJiUO5Di7zp4Ptn77jh07futh11VOrCYP08A5tyyRVnTZWN8/s640/19.jpg)
কল কেটে গেল। আমি বাকরুদ্ধ হয়ে থাকলাম। সব আনন্দ সব স্বপ্ন এক নিমিষেই নাই হয়ে গেল। এরকম কিছু কখনই আশা করিনি আমি। অন্তত ১০ মিনিট এভাবেই বসে আছি। এরপর চিন্তা করলাম, ও ভাল থাকলেই আমি ভাল থাকবো। ও যা চায় তাই ই হবে। তবুও লাস্টবার কথা বলতে চাই। কল দিলাম। কিন্তু নাম্বার বন্ধ। সারারাত একটুও ঘুম হয়নি। জেগেই আছি। সকাল ১০ টা, আম্মু এসে ডাক দিল, - অনিক, দেখ ১২ টা বাজে ওঠ এবার। - উঠছি - বিয়ে নিয়ে কি ভাবলি? - আমি বিয়েতে রাজি। আপনারা দিনতারিখ ঠিক করেন। আর ডেট টা যত আগে দেওয়া যায় ততই ভাল। । এটা বলে রুম থেকে বের হয়ে গেলাম। ভাবতে লাগলাম, আমাকে রিল্যাক্স হতে হবে। যেভাবেই হোক নরমাল হতে হবে। । মোটামুটি ৪ দিন লাগলো নরমাল হতে। এর মাঝে মোবাইল সম্পূর্ণ অফ রাখলাম। ৫ম দিন মোবাইল অন করলাম। কিছুক্ষণ পর একটা আননন নাম্বার থেকে কল। - হ্যালো - কেমন আছেন? - কে? আমি ঠিক চিনতে পারলাম না। - আমি আপনার হবু বউ। - ওহ। আপনি। হ্যা, ভাল আছি। আপনি? - আমিও ভাল আছি। এখন থেকে আপনি করে না বললেও হবে। আপনি আমাকে তুমি করে বললেই আমি বেশি খুশি হব। - আচ্ছা ঠিক আছে। - আর মনে হচ্ছে আপনি বিয়েতে একটু বেশিই আগ্রহী। - কেন...